ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান অর্থ যোগানদাতা সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে ইরাকের গোয়েন্দা বাহিনী। স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদেমি তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়।
ইরাকের প্রধানমন্ত্রী ওই টুইট বার্তায় লিখেন, ইরাকের গোয়েন্দা বাহিনী জাবুরিকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। ঠিক কোন সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা পরিষ্কার না করলেও প্রধানমন্ত্রী বলেছেন, 'দেশের সীমান্তের বাইরে চালানো এক জটিল নিরাপত্তা অভিযানে' ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠিীর এই উচ্চ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার এক সময় আইএসের এই নেতাকে গ্রেপ্তার করার জন্য তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল।
ইরাকী প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, সামি জসিম আইএসের খুবই গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি এই চরমপন্থী গোষ্ঠীর আর্থিক তহবিলের দায়িত্বে ছিলেন।
ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অংশ ইসলামিক স্টেটের দখলে থাকার সময় তেল, গ্যাস, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং থনিজ পদার্থ বিক্রি করে আইএস যে অর্থ আয় করতো সামি জসিম তার তত্বাবধান করতেন।