উত্তর কোরিয়া দেশটির এযাবৎকালের সবচেয়ে বড় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার দেশটি এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের পর এই প্রথম নিষিদ্ধ আইসিবিএমের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। আইসিবিএম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।
আইসিবিএমের পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। অতীতে এ পরীক্ষা চালানোর জন্য দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়।