পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান অঅগাম জামিন পেয়েছেন।
সোমবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আইনজীবী তাঁর পক্ষে আগাম জামিনের আবেদন করলে শুনানি শেষে আগামী বৃহস্পতিবার(২৫ আগস্ট) পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে রবিবার রাতে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এজহার দায়েরের পর সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করেন পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান। জামিনের আবেদনে বলা হয়, ইমরান খানের অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই এবং কখনো কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হননি।
প্রসঙ্গত, গতকাল রাতে ইসলামাবাদের মারগালা থানায় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আলী জাভেদ পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে এজাহারটি দায়ের করেন।
এজহারে বলা হয়, ইমরান খান তার বক্তৃতার মাধ্যমে জনগণের বিরুদ্ধে উত্তেজনা ও সন্ত্রাস ছড়িয়ে দিয়েছেন। এজহার দায়েরের পরই ইমরান খানকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে গুঞ্জন উঠে।