আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অগ্নিকাণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৪:০৮ এএম

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়া নির্মিত অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, মহাকাশ স্টেশনের ওই অংশে মহাকাশ স্টেশনের ক্রুরা থাকেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পুরনো হয়ে যাওয়ায় গত কয়েক বছরে সেখানে এমন বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। 

কিছুদিন আগেই রাশিয়ার একজন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যন্ত্রপাতি এখন পুরনো হয়ে গেছে। ঠিকমতো সেগুলো কাজ করছে না বলেও মত দিয়েছিলেন ওই কর্মকর্তা। 

জানা গেছে, গত কয়েক বছরে তা থেকে বাতাস বেরিয়ে যাওয়া, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং কাঠামোতে ফাটল ধরার ঘটনা ঘটেছে।

মাসখানেক আগে রাশিয়ার কর্মকর্তা ভ্লাদিমির সলোভিয়ভ জানিয়েছিলেন, সেকেলে যন্ত্রপাতির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এমনভাবে বিকল হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যা আর ঠিক করা যাবে না।

সূত্র : বিবিসি।

Link copied!