আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ০২:১৭ এএম

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে তালেবান সরকার

আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

অসলোতে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা করে আসার পর দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ওয়াশিংটনের প্রতি মানবিক সংকট লাঘবে আফগানিস্তানের সব সম্পত্তি ব্যবহারের সুযোগ দেওয়ার আহবান জানান।

গত বছরের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০ বছরের দখলদারিত্ব তুলে নেওয়া পর তালেবান সরকার গঠন করলে এ পর্যন্ত কোনও দেশ তাদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

কিন্তু বুধবার মুত্তাকি এএফপিকে বলেন, আফগানিস্তানের নতুন শাসক ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে। স্বীকৃতি পাওয়ার এই প্রক্রিয়ায় আমরা আমাদের লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছেছি।

তিনি বলেন, এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমরা আমাদে অধিকার না পাওয়া পর্যন্ত রাজনৈতিক লড়াই ও প্রচেষ্টা চালিয়ে যাব।

গত মাসে নরওয়েতে তালেবানদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত ওই আলোচনা ছিল পশ্চিমা দেশের মাটিতে কয়েক দশকের মধ্যে প্রথম।

মুত্তাকি বলেন, তার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গ্রহণযোগ্যতা বাড়ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। এতে আমাদের ভালো অগ্রগতি হয়েছে।

মুত্তাকি বলেন, কিছু দেশ কাবুলে দূতাবাস পরিচালনা করছে, আরও দেশ শিগগিরই দূতাবাস খুলবে বলে আশা করা হচ্ছে।

কিছু ইউরোপীয় এবং আরব দেশ দূতাবাস খুলবে বলেও আশা করা হচ্ছে বলে জানান তিনি।

Link copied!