আফগান সরকারের মিডিয়া প্রধানকে হত্যা করেছে তালেবানরা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০৬:৪৭ এএম

আফগান সরকারের মিডিয়া প্রধানকে হত্যা করেছে তালেবানরা

আফগানিস্তান সরকারের মিডিয়া ও তথ্য কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনাপালকে হত্যা করেছে দেশটির তালেবান জঙ্গিরা।

শুক্রবার (৬ আগস্ট) বিকালে রাজধানী কাবুলের দারুল আমান সড়কে বন্দুকধারীরা তাকে হত্যা করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মেনাপাল নিয়মিত আফগান সরকারের অবস্থান নিয়ে টুইট করতেন। টুইটারে তার অনুসারী ছিল ১৪২,০০০ জনেরও বেশি।

গত বুধবার আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলার পরই তলেবান হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, সরকারি কর্মকর্তাদের ওপর তারা আরও হামলা চালাবে।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইজ স্টানেকজাই গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, “দুর্ভাগ্যজনকভাবে হিংস্র সন্ত্রাসীরা আবারও এক কাপুরুষোচিত কাজ করেছে। একজন দেশপ্রেমিক আফগান তাদের হাতে শহীদ হয়েছেন।”

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও নেটো জোট সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সংঘাত বেড়েছে। আফগান বাহিনীর হাত থেকে একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তালেবান।

তালেবান জঙ্গিরা এরই মধ্যে দেশের অনেক এলাকা দখল করে নিয়েছে। এখন তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনটি গুরুত্বপূর্ণ নগরীতে। দক্ষিণের কান্দাহারসহ অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হেরাত এবং হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গা তে তালেবান হামলা চালাচ্ছে।

হেলমান্দ ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযানের কেন্দ্রস্থল। এই প্রদেশের লড়াইয়ে তালেবান জয়ী হলে তা হবে আফগান সরকারের জন্য এক বড় ধাক্কা। লস্কর গা’য়ের পতন হলে ২০১৬ সালের পর এটিই হবে তালেবানের প্রথম কোনও প্রাদেশিক রাজধানী জয়।

Link copied!