আফগানিস্তান থেকে সেনা অপসারণকে আত্মসর্মপণ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২২, ২০২১, ০৭:১০ পিএম

আফগানিস্তান থেকে সেনা অপসারণকে আত্মসর্মপণ বললেন ট্রাম্প

আফগানিস্তান থেকে সৈন্য অপসারণ পুরোপুরি আত্মসমর্পণ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে সৈন্য অপসারণ পদ্ধতি মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে ‘সবচেয়ে বড় অপমান’ বলে অভিহিত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার (২১ আগস্ট) আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জনসংযোগকালে আলবামার এক র‌্যালিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন। এসময় ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে সৈন্য অপসরাণে আমার যে পরিকল্পনা করেছিলাম বাইডেন প্রশাসন তা অনুসরণ করেনি। তার পরিবর্তে তড়িঘড়ি করে তারা আফগানিস্তান থেকে সৈন্য অপসসারণ করেছে। ফলে মার্কিন সেনাদের ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি রেখে আসতে হচ্ছে। এসময় ট্রাম্প আরো বলেন, ‘এটি সৈন্য অপসারণ নয় বরং পুরোপুরি আত্মসর্মপন‘। তিনি বলেন, ‘বাইডেন নেতা হিসেবে অপরিপক্বতার পরিচয় দিয়েছেন এবং আফগানিস্তান থেকে সৈন্য অপসারণ পরিস্থতি লেজেগোবরে করে ফেলেছে ‘।

র‌্যালিতে ট্রাম্প বলেন, তালেবানদের যেসব নেতার সাথে তার আলোচনা হয়েছিল, তারা তাকে সম্মান করতো। ট্রাম্পের দাবি, তিনি এখনো প্রেসিডেন্ট থাকলে তালেবানরা এত দ্রুত ক্ষমতা দখল করতে পারত না। তিনি আরো বলেন, আমরা আরো সম্মানজনক উপায়ে বেরিয়ে আসতে পারতাম।

 

সূত্র: রয়টার্স 

Link copied!