সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:২১ পিএম
আফগানিস্তান থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় সুষ্ঠুভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগ। দেশটির আইনপ্রণেতাদের সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন।
সিগ্রিড কাগের পদত্যাগের আগে বিষয়টি নেদারল্যান্ডসেরপার্লামেন্টে আলোচনা হয়। সেখানে আইনপ্রণেতারা অভিযোগ করেন, তাঁদের সরকার আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নিতে ধীরগতিতে পদক্ষেপ নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে অনেক আফগানকে ফেলে এসেছে। এসব আফগানকে কাবুল থেকে বের করে আনা উচিত ছিল। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে। আইনপ্রণেতাদের সিদ্ধান্ত মেনে নিয়ে কাগ স্বীকার করেন, ‘নাগরিকদের সরিয়ে নিতে ধীরে হেঁটেছে তার সরকার‘।
আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সেনা প্রত্যাহার শেষ হয় আগস্টের ৩১ তারিখ। তার আগে দেশটিতে অবস্থারত বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া হয়। কিন্তু তড়িঘড়ি এই কাজ করতে গিয়ে কাবুল বিমানবন্দরে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতির। এছাড়াও সেখানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বোমা হামলায় ১৭০ জনের বেশি মানুষ সেখানে প্রাণ হারায়। তবে কেউ এসব ব্যর্থতার দায় নেয়নি। এই প্রথম কোনো দেশের মন্ত্রী সেই দায় নিয়ে পদত্যাগ করলেন।
আগস্টের শেষ দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয় নেদারল্যান্ড। কিন্তু ডাচ বাহিনীর সঙ্গে যেসব আফগান কাজ করেছেন, তাঁদের সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।