আফগানিস্তানে সপ্তম প্রাদেশিক রাজধানীর পতন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২১, ০৭:২২ এএম

আফগানিস্তানে সপ্তম প্রাদেশিক রাজধানীর পতন

আফগানিস্তানে তালেবান বাহিনী তাদের দখলদারি অব্যাহত রেখেছে। এবার তারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী দখল করে নিয়েছে। ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বার্তা সংস্থা এএফপিকে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, 'আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই শেষে বিকেলে ফারাহ শহরে প্রবেশ করে তালেবানরা। তারা গভর্নরের অফিস ও পুলিশ সদর দপ্তর দখল করেছে।'

ফারাহ আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী, যার নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। এর আগে শুক্রবার তালেবানরা নিমরুজ প্রদেশ দখলে নেয়। স্থানীয় পুলিশের মুখপাত্র ফারুক খালিদ আনাদোলু এজেন্সিকে বলেন, সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তিনি দাবি করেন, ৮০ জনেরও বেশি তালেবান জঙ্গিকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে।

শুক্রবার থেকে রবিবারের মধ্যে তালেবান পাঁচটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। এগুলো হচ্ছে, নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ, জাওজান প্রদেশের রাজধানী শেবারগান, কুন্দুজ প্রদেশের রাজধানীর কুন্দুজ। সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল এবং তাখার প্রদেশের রাজধানী তালোকান। গতকাল সোমবার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশের রাজধানী আইবাকের নিয়ন্ত্রণ নেয়। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের রাজধানী দখলের দাবি করে তালেবান বাহিনী।

Link copied!