আফগানিস্তানে হামলাকারী ব্যক্তি উইঘুর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০৯:৫৫ এএম

আফগানিস্তানে হামলাকারী ব্যক্তি উইঘুর

ইসলামিক স্টেট (আইএস-কে) খোরাসান গ্রুপের এক আত্মঘাতী জঙ্গি ‘মুহম্মদ আল-উইঘুরি' আফগানিস্তানের মসজিদে হামলা চালিয়েছিল। শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় ওই ব্যক্তি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে ভিড়ের মধ্যে ওই হামলা চালায়। খবর নিউইয়র্ক টাইমসের।

ভয়াবহ ওই বিস্ফোরণে প্রায় ১০০ জন নিহত হন।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসলামিক স্টেট (আইএস-কে) খোরাসান গ্রুপ এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। আইএস খোরাসান গ্রুপ তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এই হামলার দায় করে জানায়, এক উইঘুর এই আত্মঘাতী হামলা চালিয়েছে। 

তালেবান মুখমাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘শুক্রবার জুমার নামাজের সময় আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের এক মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় জানান, ‘গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ধ্বংস্তূপে পরিণত হওয়া মসজিদের মেঝেতে একাধিক রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

 

আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর সম্প্রতি আফগানিস্তানে আইএসের হামলা বেড়ে গেছে।

Link copied!