আফগানিস্তানকে ১৫ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে চীন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত ওয়াং য়ু এই ঘোষণা দেন।
চীনা রাষ্ট্রদূত ওয়াং য়ু আফগানিস্তানে ১৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়ে বলেন, চীন আফগানিস্তানে মানবিক সহায়তা জারি রাখবে। এসময় তিনি মানবিক যেকোন বিষয়ে আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এদিকে একই দিনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র জাতিসংঘের একদল প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডির নেতৃত্বে দলটি আমির খান মুত্তাকির সঙ্গে আফগানিস্তানের রিফিউজি এবং বাস্তুচ্যুতদের সহায়তা দেওয়ার ব্যাপারে আলোচনা করেন।
জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মুত্তাকী বলেন, তার সরকার বাসস্থান হারানো এবং ত্যাগকারী আফগানদের তাদের বাসস্থান ফিরিয়ে দিতে প্রস্তুত। এসময় তিনি দেশত্যাগী আফগানদের ফিরিয়ে আনতে এবং দেশের অভ্যন্তরে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের পরিস্থিতির উন্নতি ঘটাতে বৈদশিক সহায়তা কামনা করেন।