আফগানিস্তানের কুন্দুজ শহর তালেবান দখলে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ০১:৫০ এএম

আফগানিস্তানের কুন্দুজ শহর তালেবান দখলে

আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবান। রবিবার (৮ আগস্ট) কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নেয় দলটি।

২৪ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দেশটির দু'টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেল। এর আগে গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। এরপর উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশের রাজধানী শেবারঘানের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।

তালেবানের এক বিবৃতিতে শহরটি দখলের কথা নিশ্চিত করা হয়েছে। কাবুল প্রশাসন অবশ্য দলটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিনিধি শার্লট বেলিস জানান, ‘তালেবান শহরের পুলিশ প্রধানের দফতর এবং নির্বাচন কমিশন দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের প্রধান চত্ত্বরে তালেবানের পতাকা টাঙ্গানো হয়েছে। আফগান সরকার তাদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অস্বীকার করলেও সামগ্রিক বিবেচনায় সেখানে তাদের পতন ঘটেছে।’

গত দুই দিনে তালেবানের হাতে পতন হওয়া বাকি দুই প্রাদেশিক রাজধানী হচ্ছে নিমরোজ প্রদেশের যারানজ এবং জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান গত শুক্র ও শনিবার এই দুই শহরের দখল নেয় দলটি। তবে গত তিন দিনে তালেবানের হাতে যে তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে, তার মধ্যে কুন্দুজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের গ্রামীণ এলাকার বদলে এখন প্রাদেশিক শহরগুলোতে হামলা জোরদার করেছে। সংগঠনটির এক কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সম্প্রতি তালেবানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার পর তাদের কৌশলে এই পরিবর্তন আনা হয়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

Link copied!