আফগানিস্তানের সাড়ে ৯০০ কোটি ডলার আটকে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২১, ১০:৪৭ পিএম

আফগানিস্তানের সাড়ে ৯০০ কোটি ডলার আটকে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোন সম্পদ তালেবান সরকারকে হস্তান্তর করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। দেশটিতে থাকা আফগানিস্তানের প্রায় সাড়ে ৯ বিলিয়ন ডলার বা সাড়ে ৯০০ কোটি ডলার সম্পত্তি আটকে দিয়েছে। এসব সম্পদ যেন তালেবান সরকারের হস্তগত না হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানের সাথে সব ধরণের আর্থিক লেনদেন স্থগিত করেছে বাইডেন প্রশাসন। তিনি আরো জানান, আফগান কেন্দ্রীয় ব্যাংকের কোন সম্পদ যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে ফেরত দেবে না। সেগুলো এখন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার তালিকায় আছে।

আফগান কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমল আহমাদি সোমবার (১৬ আগস্ট) এক টুইটে জানিয়েছেন, ‘আমি গত শুক্রবার জানতে পেরেছি যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ডলার লেনদেন বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এসব সম্পদ ব্যবহারে তালেবান সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ করতেই  এই উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য, আফগান ব্যাংকের এসব সম্পদের বেশিরভাগই নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার অর্থ হলো তালেবান সরকার কোনভাবেই এই সম্পদগুলো ব্যবহার করতে পারবেনা। এবং বর্তমানে আফগান কেন্দ্রীয় ব্যাংকের অধিকাংশ সম্পদই দেশের বাইরে।

সূত্র: আলজাজিরা, ব্লুমবার্গ।

Link copied!