এপ্রিল ৩০, ২০২৩, ০৯:৪৩ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেক্সাসে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে অঙ্গরজ্যটির ক্লিভল্যান্ড শহরের একটি বাড়িতে প্রবেশ করে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে এক শিশু ও দুই নারীসহ অন্তত পাঁচজন প্রাণ হারান।
গতকাল শনিবার ইউএস টুডে, নিউইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই বন্দুকধারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
রাজ্য পুলিশ জানায়,শুক্রবার মধ্যরাতে ৩৯ বছর বয়সী ওই বন্দুকধারী ব্যক্তি তার বাড়ির উঠোনে বন্দুক দিয়ে গুলি করছিলেন। এ সময় ডিস্টার্ব অনুভ করায় ভুক্তভোগী পরিবার ঘুমানোর কথা বলে তাকে গুলি ছোড়া বন্ধ করার অনুরোধ জানান। এরপরই তাদের লক্ষ্য করে বন্দুকধারী গুলিবর্ষণ করেন।
ক্লিভলেন্ড সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তি মেক্সিকান বংশোদ্ভূত। গুলি করার সময় তিনি ‘নেশাগ্রস্ত’ ছিলেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
এদিকে, স্থানীয় সময় শনিবার সকালে সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফ গ্রেগ ক্যাপার্স গণমাধ্যমকে বলেন, “সন্দেহভাজন বন্দুকধারীর খুঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে সন্দেহভাজন ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি শেরিফ গ্রেগ।
অপরদিকে, ক্যাপার্স নামে ক্লিভলেন্ড সিটি পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ওই খুনি বন্দুকধারী ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরের ১৬ এপ্রিল দেশটির আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছ। এতে শিশুসহ অন্তত ছয়জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হয়েছেন। এর আগে, গত বছরের ১৫ অক্টোবর সন্ধ্যায় মেক্সিকোতে একটি বারে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়।
এরও আগে, একই বছরের ২৫ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১৯টি শিশুসহ একুশ জন নিহত হয়।