আবারও সুইডেনের প্রধানমন্ত্রীর চেয়ারে ম্যাগডালেনা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ১০:২৩ এএম

আবারও সুইডেনের প্রধানমন্ত্রীর চেয়ারে ম্যাগডালেনা

পদত্যাগ করার পর আবারও সুইডেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ও সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন। সোমবার বার্তাসংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) ম্যাগডালেনা তার সরকারের পরিকল্পনা ঘোষণা করবেন। সুইডিশ রাজনীতিতে সম্প্রতি যে টানাপোড়েন শুরু হয়েছিল ম্যাগডালেনা  ফিরে আসায় তার আপাত সমাধান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে গত বুধবার প্রথমবারের মতো সুইডেনের ইতিহাসে কোনো নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছিলেন ম্যাগডালেনা। তার এমন হঠাৎ সিদ্ধান্তে থতমত খেয়ে যায় বিশ্ব গণমাধ্যমও। কারণ তার প্রধানমন্ত্রী হওয়ার খবর প্রকাশ করতে না করতেই সামনে এসেছিল তার পদত্যাগের সিদ্ধান্ত।

বুধবার(২৪ নভেম্বর) ম্যাগডালেনা অ্যান্ডারসনকে সুইডেনের ক্ষমতাসীন জোটের নেতা ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। ওইদিন পার্লামেন্টে ভোটে বিদায়ী নেতা স্টেফান লোফভেনের উত্তরসূরি হিসেবে ম্যাগডালেনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

ভোটাভুটিতে পার্লামেন্টর ১১৭ জন সদ্যস্য ম্যাগডালেনার পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে, পার্লামেন্টের ১৭৪ সদস্যের ভোট তার বিপক্ষে গেছে। আর ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন পার্লামেন্টের ৫৭ জন সদস্য।

সুইডেনের নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ম্যাগডালেনার বিপক্ষে যে পরিমাণ ভোট পড়েছে তার চেয়ে পক্ষে পাওয়া ভোট এবং ভোট দেওয়া থেকে বিরত থাকা সদস্যদের মোট যোগফল বেশি। আর এ কারণেই তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে জোটের শরিক দল সরকার থেকে সরে দাঁড়ালে এবং অ্যান্ডারসনের বাজেট প্রস্তাব পাস না হওয়ায় ম্যাগডালেনার পদত্যাগ করেন।

কারণ ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন জোটের শরিক, গ্রিনস পার্টি মন্তব্য করেছে যে তারা 'প্রথমবারের মতো কট্টর ডানপন্থীদের উত্থাপিত বাজেট' মেনে নিতে পারছে না। তবে অ্যান্ডারসন বলেছেন, একক দলের নেতা হিসেবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

পদত্যাগ করার আগে সোশ্যাল ডেমোক্র্যাট দলের এই নেতা বলেন, "কোনো একটি দল জোট ছেড়ে বের হয়ে গেলে জোট সরকারের ক্ষমতা ছেড়ে দেয়ার সাংবিধানিক একটি চর্চা রয়েছে। আমি এমন একটি সরকারের নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।"

প্রসঙ্গত, সুইডেনের মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন গত ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদের জন্য দেশটির অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের পথ খুলে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলেছে, সাবেক ইউনিয়ন আলোচক ও সমঝোতাকারী স্টেফান লোফভেন ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি বলেছিলেন, ২০২২ সালের সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন।

Link copied!