আবারো হামলা হলো কাবুল বিমানবন্দরের বাইরে। বিমানবন্দরের কাছাকাছি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অন্তত ১ শিশুসহ আরো হতাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। নানগহরে ড্রোন হামলায় ইসলামিক স্টেট-খোরাসানের প্রধান পরিকল্পনাকারীসহ ২ জনকে হত্যার মাত্র একদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো।
এর আগে গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটার পর ২৭ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যে আবারো হামলার ঘটনা ঘটতে পারে।
কাবুলের খাজেহ বাঘরার গুলাই এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে দূরবর্তী স্থান থেকে রকেটের মাধ্যমে এই হামলা হয়েছে। হামলা হওয়া স্থান থেকে মানুষের আর্ত চিৎকার শোনা গেছে এবং কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে কাবুল বিমানবন্দরের বাইরে গত ২৬ আগস্টের জোড়া হামলায় প্রায় ১৮০ জনের অধিক মৃত এবং ২ শতাধিক মানুষ আহত হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস