আব্বাস-বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২১, ০৪:৪৬ পিএম

আব্বাস-বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বাম-কংগ্রেস জোটে ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (আইএসএফ) যুক্ত হওয়া প্রসঙ্গে এ বার মুখ খুললেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আব্বাসের দলের সঙ্গে জোট বেঁধে কংগ্রেস তার ধর্মনিরপেক্ষ রাজনীতির সঙ্গে আপোস করছে বলে দলের ভিতরেই অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে প্রিয়ঙ্কা বলেন, ‘কোনও জোটের শরিকরাই কখনও সব বিষয়ে শতভাগ একমত হতে পারে না।’

গত রবিবার ব্রিগেডে বাম-কংগ্রেস সমাবেশে আব্বাসের উপস্থিতির পরেই কংগ্রেসের জাতীয় স্তরের নেতাদের একাংশ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দল কী ভাবে একটি ‘মৌলবাদী শক্তি’র সঙ্গে হাত মেলাল, তা নিয়ে সরব হন তারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা এক টুইটে লেখেন, ‘আইএসএফ-এর মতো শক্তির সঙ্গে কংগ্রেসের সমঝোতা নেহরু-গান্ধীর ধর্মনিরপেক্ষতার ভাবনার সঙ্গে মেলে না। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস কখনও বাছ-বিচার করতে পারে না’।

সোমবার আনন্দ শর্মার ওই মন্তব্যের জবাব দিয়ে পশ্চিমবঙ্গেও কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি বলেন, ‘এই মন্তব্য বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক! সীতারাম ইয়েচুরি, ডি রাজা, বিমান বসুরা সকলেই মঞ্চে ছিলেন। তারা সকলে ‘মৌলবাদী শক্তি’র হাত ধরলেন, এমন ধারণা কী করে হল, ভাবতে অদ্ভুত লাগছে।’

পাশাপাশি, আইএসএফ-এর সঙ্গে সমঝোতা প্রসঙ্গে অধীর আরও বলেন, ‘কংগ্রেস তার দাবি মতো জোটের কাছ থেকে ৯২টি আসনই পেয়েছে। আইএসএফ-কে আসন ছাড়ছে বামেরা।’

সূত্র: আনন্দবাজার।

Link copied!