সরকারবিরোধী লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও রাজপথ দখলের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।
গতকাল শুক্রবার রাতে হাসপাতাল থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। এসময় তিনি শাহবাজ সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আমরাও মানুষ। আমাদেরকে পশু ভাববেন না।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিকবেদনে বলা হয়, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, ‘পুরো দেশটাই চুরি হয়ে গেছে, এবার সামনে দুটি পথ খোলা আছে- একটা শান্তির আর অন্যটা রক্তক্ষয়ী বিপ্লবের।’
এর বাইরে তৃতীয় কোনো রাস্তা নেই উল্লেখ করে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি জাতি জেগে উঠেছে। এই জাগ্রতরাই তাদের জিনিস (ক্ষমতা) ফেরত আনবে।’
শাহবাজ শরিফ সরকারকে হুঁশিয়ারি দিয়ে তেহরিক-ই-ইনসাফ প্রধান বলেন, ‘এবার আপনারা সিদ্ধান্ত নেন শান্তির পথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যালট বক্সে পরিবর্তন আনবেন, নাকি সংঘাতে জড়াবেন?’ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি দেশ রক্ষার জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের প্রতি আহবান জানান।
সেনাপ্রধানের উদ্দেশ্যে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ জাতি আবারও ভাঙতে শুরু করবে।’