আমিরাতে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৫, ২০২২, ০৩:৪৫ পিএম

আমিরাতে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত

সংযুক্ত আরব আমিরাতে ভাইরাল জুনোটিক রোগ মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম আফ্রিকা থেকে আসা ২৯ বছর বয়সী একজনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। মঙ্গলবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের পক্ষ নাগরিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাইরাসের বিস্তার রোধে আমিরাতের চিকিৎসা কেন্দ্র থেকে সন্দেহভাজন ক্ষেত্রে রিপোর্ট করতে বলা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে ২৫০টিরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহ রোগী শনাক্ত করেছে।

যাদের মাঙ্কিপক্স তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে অন্যদের হতে পারে। এছাড়াও ফুসকুড়ি, দেহের তরল, ত্বকের ক্ষত থেকে তরল, পুঁজ, রক্ত মামড়ি খুব সংক্রামক। সংক্রমিত ব্যক্তির পোশাক-পরিচ্ছদ থেকে অন্যদের হতে পারে।

Link copied!