আমেরিকার সাথে পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিত করল রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:০৯ পিএম

আমেরিকার সাথে পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিত করল রাশিয়া

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যদিও সেই হুঁশিয়ারিগুলো ইউক্রেনকে ভয় দেখানো। তবে বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার সেই হুঁশিয়ারি বাস্তবেও পরিণত হতে পারে। কারণ এরইমধ্যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে তার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ ‘নিউ স্টার্ট’ চুক্তিটিই কার্যকর ছিল। সেই চুক্তিটিও এখন ভেস্তে ‘থমকে’ গেল। ইউক্রেনে ‘সামরিক অভিযান’ পরিচালনার বছরপূর্তির মাত্র দুদিন আগে রাশিয়া এমন সিদ্ধান্তের কথা জানাল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে করা নিউ স্টার্ট চুক্তিতে রাশিয়া তাদের অংশগ্রহণ স্থগিত করছে। দুই পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগার সীমিত রাখতে করা হয়েছিল ওই চুক্তি।

পুতিন অবশ্য জোর দিয়ে বলেছেন, তিনি চুক্তিটি থেকে সরে যাচ্ছেন না। এটি স্থগিত করা হল মাত্র।

বিশ্বের পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৯০ শতাংশই আছে এই দুই দেশের হাতে- যা পৃথিবীকে বহুবার ধ্বংস করে দেওয়ার জন্য যথেস্ট। ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে আর মাত্র দুইদিন বাকি। তার আগে মঙ্গলবার রুশ পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

সেখানেই বক্তৃতা শেষে পার্লামেন্ট সদস্যদেরকে তিনি বলেন, আমি আজ এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে, রাশিয়া স্ট্র্যাটেজিক অফেনসিভ আর্মস ট্রিটিতে (স্টার্ট) অংশগ্রহণ স্থগিত করছে।

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার উল্লেখ করে পুতিন বলেন, প্রয়োজন পড়লে রুশ আনবিক সংস্থা রোসাটমকেও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য দেশের প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

পুতিন বলেন, অবশ্যই, আমরাই প্রথমে এমন পরীক্ষা চালাব না। কিন্তু যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায় তাহলে আমরাও চালাব। কাউকেই এই বিপজ্জনক বিভ্রমের মধ্যে থাকতে হবে না যে, বৈশ্বিক কৌশলগত সমতা ধ্বংস হতে পারে।

‘নিউ স্টার্ট’ চুক্তিটি ২০১০ সালে প্রাগে সই হয়। এই চুক্তিটি পরের বছর কার্যকর হয়। পাশাপাশি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আরও পাঁচ বছরের জন্য এর মেয়াদ বাড়ানো হয়।

এই চুক্তিই এতদিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কী পরিমাণ কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারে তার নির্ধারক ছিল এবং একই সাথে স্থল-ভিত্তিক, সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের ব্যবহারের সীমা টেনে দিয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে। তাদের প্রায় ৬,০০০ ওয়ারহেড আছে।

রয়টার্স

Link copied!