আরও শক্তিশালী ‘অশনি’, রেড এলার্ট জারি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ০৪:১১ পিএম

আরও শক্তিশালী ‘অশনি’, রেড এলার্ট জারি

ঘূর্ণিঝড় অশনি গতিপথ পরিবর্তন করে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিন্দা উপকূলের কাছাকাছি এলাকায় আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ইতোমধ্যে কাকিন্দা উপকূলে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা। কয়েকটি অঞ্চলে জারি রয়েছে ‘রেড এলার্ট’।

বুধবার এই খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

বিশাখাপত্তনম সাইক্লোন সেন্টারের পরিচালক সুনন্দা জানান, কাকিন্দা উপকূলে আঘাত এনে অশনি পুনরায় কাকিন্দা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী সমুদ্রে চলে আসবে।

এর আগে ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। বর্তমানে ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশের খুব কাছাকাছি অবস্থান করছে। এদিকে কাকিন্দা উপকূলে আঘাত হানার শঙ্কায় সেখানে ১০ নম্বর সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চলগুলোতে। অশনির প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি অব্যাহত রয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

Link copied!