আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান, ৪০০ মুসল্লি আটক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ০৪:০২ পিএম

আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান, ৪০০ মুসল্লি আটক

পবিত্র রমজানের সময় ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযানের নামে রীতিমত তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ১২ জন মুসল্লি আহত হয়েছে। আটক করা হয়েছে আরও ৪০০ মুসল্লিকে। 

বুধবার (৫ এপ্রিল) ভোরে ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গনে এ অভিযান চালায় তারা।

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোরে হঠাৎই আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। ইবাদতরত মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেয় তারা। 

মসজিদের ভেতর থেকে আতশবাজি, লাঠি এবং পাথর ছোড়া হয়েছিল এই দাবি করে ইসরায়েলি বাহিনী মসজিদটির ভেতরে প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের নামাজে অংশ নেয়া মুসল্লিদের ওপর স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। লাঠি ও রাইফেল দিয়েও তাদের পেটায় পুলিশ।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মসজিদের ভেতর থেকে অন্তত ৪০০ জন মুসল্লিকে আটক করা হয়েছে। তাদের অধিকৃত পূর্ব জেরুজালেমের আতারোতের একটি থানায় রাখা হয়েছে।

এদিকে, গত বছর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, মুসলমানদের রমজান মাস এবং ইহুদি পাসওভারের (ইহুদিদের বাৎসরিক ইভেন্ট) উৎসব একসঙ্গে হওয়ায় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

Link copied!