আল-আকসা মসজিদে ভয়াবহ সংঘর্ষ, অন্তত দেড়শ ফিলিস্তিনি আহত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০৭:০৫ পিএম

আল-আকসা মসজিদে ভয়াবহ সংঘর্ষ, অন্তত দেড়শ ফিলিস্তিনি আহত

আবারও ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সংঘর্ষ বাড়তে শুরু করেছে। জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের এবং ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

জানা গেছে, এ ঘটনায় কমপক্ষে ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েল জানিয়েছে, পুলিশ সহিংসতার দমনে ভেতরে প্রবেশ করেছিল। পুলিশের দাবি ফিলিস্তিনিরা পাথর জড়ো করে মসজিদে অবস্থান করছিলো।

অনলাইনে প্রচারিত ভিডিওগুলিতে দেখা যায়, ফিলিস্তিনিরা ঢিল ছুঁড়ছে এবং পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুঁড়ছে।

উল্লেখ্য যে, জেরুজালেমের আল আকসা মসজিদ মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। সম্প্রতি মসজিদটি কেন্দ্র করে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবারের সংঘর্ষ মুসলিমদের পবিত্র রমজান মাসে ঘটল।

Link copied!