আসামে বন্যা পরিস্থিতির অবনতি; পানিবন্দী ১৩ জেলার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৩, ০৪:২৫ পিএম

আসামে বন্যা পরিস্থিতির অবনতি; পানিবন্দী ১৩ জেলার মানুষ

সংগৃহীত ছবি

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে নতুন করে প্লাবিত হয়েছে ভারতের আসাম। বন্যা পরিস্থিতির দিনকে দিন অবনতিই হচ্ছে। ১৩টি জেলার প্রায় ৪০ হাজার বাসিন্দা পানিবন্দী জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় আরও ৫ দিন টানা ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর এবং উদালগুড়ি জেলায় আশঙ্কাজনক হারে নদীর পানি বাড়ছে। এসব জেলার উঁচু এলাকায় খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে লখিমপুর ও উদালগুড়ির বাসিন্দারা। 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বেড, অক্সিজেন ও জরুরি ওষুধপত্রের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনা ও বিমানবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, আসামের পাশাপাশি মেঘালয়ে বন্যায় ভূমিধস হয়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। 

এদিকে টানা বৃষ্টিতে সিকিমের পাহাড়ি নদ-নদীর পানি বিপজ্জনক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বন্যা হয়ে পাহাড়ে ধস নেমে ২ হাজার পর্যটক আটকা পড়ে। প্রায় ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে সেনাবাহিনী, বিএসএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ভারতীয় ছাড়াও সেখানে ছিলেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের বেশ কয়েকজন পর্যটক।

Link copied!