ইউক্রেন সীমান্ত থেকে ব্যারাকে ফিরে গেছে প্রায় ১০ হাজার রুশ সেনা। রাশিয়া অধিকৃত ক্রিমিয়া, দেশটির দক্ষিণাঞ্চল রোস্তভ ও কুবানে প্রায় এক মাসের সামরিক মহড়া শেষে তাদের ফিরিয়ে নেওয়া হলো।
সৈন্য ফিরিয়ে নেওয়ার এই ঘটনাকে ইউক্রেন ইস্যুতে রাশিয়া কর্তৃক সমঝোতার ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।
সম্প্রতি ইউক্রেনের পশ্চিম দিক ছাড়া বাকি তিন দিকে রাশিয়া সেনা মোতায়েন করলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়ে। এ অবস্থায় চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে দুটি চুক্তির খসড়া প্রস্তাব দেয় রাশিয়া। এতে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করাসহ বিভিন্ন বিষয়ে ‘আইনত বাধ্যগত’ চুক্তির কথা বলা হয়।
জানুয়ারিতে জেনেভায় পক্ষগুলোর মধ্যে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এ অবস্থায় সেনা অপসারণ পুতিনের তরফে সমঝোতার সবুজসংকেত বলে মনে করছেন বিশ্লেষকেরা।