ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই তৃতীয় বিশ্বযুদ্ধ, হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ০২:৫১ এএম

ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই তৃতীয় বিশ্বযুদ্ধ, হুমকি রাশিয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট-ন্যাটোতে যোগ দিলে ইউক্রেন যুদ্ধ নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা কাউন্সিল হুমকি দিয়েছে।

সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফার্স্ট ট্র্যাকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবেদন জমা দেওয়ার কথা বলেন। তবে এখনই ন্যাটোর সদস্য পদ পাচ্ছে  না দেশটি। এর জন্য দরকার হবে ন্যাটোর সব দেশ অর্থাৎ ৩০ সদস্য রাষ্ট্রের সম্মতি।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলেরর ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস প্রতিবেদনে বা হয়,  জেলেনস্কি সরকার ভালো করেই জানে যে, এই ধরনের পদক্ষেপের অর্থ হবে নিশ্চিত তৃতীয় বিশ্বযুদ্ধ।

ভেনেডিক্টভ ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের আবেদনকে প্রোপাগান্ডা বলে মনে করেন। তার দাবি, পশ্চিমারা ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার পরিণতি বুঝতে পেরেছিল।

তিনি বলেছেন, ‘ন্যাটো সদস্যরা এই আত্মঘাতী পদক্ষেপের ধরণ বুঝতে পেরেছিল।

এদিকে, সম্প্রতি রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রায় সব অঞ্চলে মিসাইল হামলার জবাবে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে পশ্চিমা দেশগুলোর প্রতি অহবান জানান ইউক্রেনিয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই এই আহবানের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ।পশ্চিমা দেশগুলো পাল্টা হামলা চালালে তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটি পারমাণবিক যুদ্ধ কেবল রাশিয়া পশ্চিমা জোটের ওপর নয়, বরং গ্রহের প্রত্যেকটি দেশের ওপর- নিশ্চিতভাবে সারা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে।

Link copied!