২০২৩ সালের শেষ পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ চলতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
দুই দিনের ভারত সফরে বরিস বলেছেন, “রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের কঠোর প্রতিরোধের কারণে সংঘাত দ্রুত শেষ নাও হতে পারে।”
বরিস জনসন বলেন, দুঃখজনক হলেও সত্য যে এটিই বাস্তবিক শঙ্কা। পুতিনের বিপুল সামরিক শক্তি রয়েছে। কিন্তু বর্তমানে তার রাজনৈতিক অবস্থান কঠিন হয়ে পড়েছে। কারণ তিনি বিপর্যকর ভুল করে বসেছেন। এখন ইউক্রেনকে মর্মান্তিকভাবে নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখার বিকল্পই তার সামনে রয়েছে।
তিনি বলেন, ইউক্রেনকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন পুতিন। মারিউপুলে একটি স্থলসেতু নিশ্চিত করার পথে রয়েছেন তিনি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। ইউক্রেনীয়রা তাদের অবিশ্বাস্য বীরত্ব দেখিয়েছেন। তারা লড়াই করতে চান।
বরিস জনসন বলেন, ভ্লাদিমির পুতিনের যতই সামরিক শ্রেষ্ঠত্ব থাকুক না কেন, আগামী অল্প কয়েক মাস তিনি অভিযান অব্যাহত রাখতে পারবেন। আমি একমত যে, এটি দীর্ঘ সময় ধরে হতে পারে। কিন্তু ইউক্রেনের জনগণের সাহসের কাছে তিনি জয়ী হতে পারবেন না।
এছাড়া বরিস বলেন, যুক্তরাজ্য পোল্যান্ডে ট্যাঙ্ক পাঠানোর কথা ভাবছে। যাতে করে ওয়ারস (পোল্যান্ডের রাজধানী) ইউক্রেনের বাহিনীকে তা পাঠাতে পারে।