ইউক্রেনে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২২, ১০:২৯ পিএম

ইউক্রেনে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন।  বৃহস্পতিবার সকালে সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ও যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওডেসার আঞ্চলিক নেতা ম্যাকসিম মারচেনকো বলেন, ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের পরামর্শক ওলেক্সি আরেস্তোভিচ ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘আমরা কিয়েভে বিস্ফোরণের খবর পেয়েছি। ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’

বিমান বাহিনী জানিয়েছে, আকাশ ও সাগর পথে ইউক্রেনের বিভিন্ন দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবারের হামলায় রাশিয়া কামিকাজে ড্রোনও ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। এতে সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

হতাহত এড়াতে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান দেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানান জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো।

Link copied!