অক্টোবর ৭, ২০২২, ০৭:৩২ পিএম
ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বকে সর্বশেষ যুদ্ধের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ছয় দশকের মধ্যে বিশ্বকে এ ধরণের পারমাণবিক হুমকির মুখে পড়তে হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের দল ডেমোক্রেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জো বাইডেন বলেন, “কেনেডি ও কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর থেকে আমরা আর কখনও সর্বশেষ যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হইনি।”
পুতিনের দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি এমন একজন লোককে ভালভাবে চিনি যখন তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জৈবিক বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে কথা বলেন তখন তিনি অবশ্যই মজা করেন না।”
ইউক্রেনকে সমর্থন করা থেকে বিরত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পুতিন ও তার কর্মকর্তারা একাধিকবার রুশ পারমাণবিক অস্ত্রা ব্যবহারের হুমকি দিয়েছেন।
সম্প্রতি যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনিয় বাহিনী উল্লেখযোগ্য সাফল্য পাওয়ায় পুতিন সরকারের কর্মকর্তারা রুশ পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি দিচ্ছেন। হুমকি দেওয়ার পেছনে অন্যতম কারণ হলো-রুশদের দখলে থাকা চার অঞ্চলের ভূখণ্ড যাতে বিনাশর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করেন। তবে ইউক্রেনিয় সরকার রাশিয়ার ভয়কে উপেক্ষা করে ওই অঞ্চলগুলো পুনরুদ্ধারে তার বাহিনীকে যুদ্ধের গতি বাড়াতে নির্দেশ দিয়েছে।