রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যেই ইউক্রেনে আবারও একটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে ভলোদিমির জেলেনস্কির সরকার। ইউক্রেনের ইজিয়ামের একটি পাইন বনে আবিষ্কৃত ওই গণকবর থেকে ৪৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।দেশটির মারিউপল, বুচারের পর এমন গণকবরের সন্ধান পাওয়া গেল।
স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএ ‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইজিয়াম এপ্রিলে দখল করে নিয়েছিলো রাশিয়ার সেনাবাহিনী। শহরটিকে তারা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো।
গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহর বেশিরভাগই বেসামরিক নাগরিকের বলে সিএনএন’র প্রতিবেদনে বলা হয়। সেখানে আরও মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ সেনাবাহিনী এভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধ করে চলেছে। তারা বেসামরিক মানুষকে হত্যা করে গণকবর দিচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে ইউক্রেনিয়া প্রেসিডেন্ট বলেন, “বিশ্বের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে চাই। সকলে দেখুক, রাশিয়ার সেনাবাহিনী কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এসব হত্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে বলেও তিনি জানান।