নভেম্বর ২, ২০২২, ১১:২০ পিএম
ইউক্রেনে মার্কিন সেনা প্রবেশ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট-ন্যাটোর পাঠানো অস্ত্র বিতরণের বিষয়টি পর্যবেক্ষণ করছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনবিসি নিউজকে এ কথা বলেন। তকে ঠিক কতজন সেনা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করেছে এবং তাদের কর্মস্থলের ব্যাপারে বিস্তারিত জানাননি ওই মার্কিন কর্মকর্তা।
পেন্টাগণের ওই কর্মকর্তা আরও জানান, ব্রিগেডিয়ার জেনারেল গ্যারিক হারমোনের নেতৃত্বে মার্কিন সেনারা ইউক্রেনে কাজ করছে। জেনারেল গ্যারিক হচ্ছেন ইউক্রেনে মার্কিন দূতাবাসের সামরিক অ্যাটাশে। তিনি বলেন, একেবারে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় তারা অস্ত্র বিতরণ করার কার্যক্রম পরিদর্শন করছে না।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে আমেরিকা বা ন্যাটো যেসব অস্ত্রের চালান পাঠিয়েছে সেগুলো ইউক্রেনের অভ্যন্তরে দেখভাল করতো মার্কিন সেনারা।
কিন্তু রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েকদিন আগে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়। এখন নতুন করে আবার অস্ত্র সরবরাহের ব্যাপারটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।