ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ০৯:০৪ পিএম

ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য ইউক্রেনে জার্মান লেপার্ড ট্যাঙ্ক পাঠানোর জন্য পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি। রবিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোক এই মন্তব্য করেন।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের কর্মকর্তারা কয়েক মাস ধরে জার্মানির তৈরি লেপার্ড–২ ট্যাংক সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তবে বার্লিন তাতে সাড়া দেয়নি। ন্যাটোর অন্য কোনো সদস্য দেশকেও সেটি করার অনুমতি দেয়নি।

এলসিআই টেলিভিশনকে বায়েরবোক বলেন, ‘যদি আমাদের এই প্রশ্ন করা হয় তবে আমরা এই পথ আটকাবো না।’

তিনি বলেন, ‘আমরা জানি এই ট্যাঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ আর এ কারণেই আমরা আমাদের অংশীদারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমাদের নিশ্চিত করতে হবে ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতা পাশাপাশি রক্ষা করতে হবে মানুষের জীবন।’

লেপার্ড-২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। ইউরোপীয় নয়—এমন দেশগুলোর মধ্য কানাডা ও ইন্দোনেশিয়া এই ট্যাংক ব্যবহার করে। আফগানিস্তান, কসোভো ও সিরিয়ার সংঘাতে ডিজেল ইঞ্জিনচালিত এ যুদ্ধট্যাংকের ব্যবহার দেখেছে বিশ্ববাসী।

Link copied!