ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ০৩:২৬ পিএম

ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসের

ইউক্রেনকে নতুন করে ৪০ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এটির অনুমোদন দিয়েছেন কংগ্রেস সদস্যরা।

মঙ্গলবার এই প্যাকেজের অনুমোদনের ওপর ভোটাভুটি হয়। প্যাকেজের মধ্যে ৬ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা এবং ৮.৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা রয়েছে। এ ছাড়া গোয়েন্দা এবং কূটনৈতিক মিশনকে সহায়তা দেওয়া হয়েছে ৩.৯ বিলিয়ন ডলার। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।

কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ডেমোক্রেট সহকর্মীদের বলেছেন, আইনপ্রণেতারা আশা করছে বিশাল এই প্যাকেজের ওপর দ্বিদলীয় ভোট হবে। সময় মূল্যবান, আমাদের তর সইছে না।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার বিজয়ে এই যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা প্রধান আভরিল হেইনেস এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

Link copied!