ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৬, ২০২২, ০১:২৮ এএম

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। ওই কারখানায় বিমান ও জাহাজ বিধ্বংসী মিসাইল তৈরি করে ইউক্রেন। মস্কো জানিয়েছে, এই হামলায় রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, কিয়েভের পাশে ভিজার সামরিক কারখানার ওপর কৃষ্ণ সাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই কারখানায় বিমান-বিধ্বংসী ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।

ইউক্রেন দাবি করেছে, তাদের হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে, বৃহস্পতিবার রাশিয়ার বেলগরোদ ও ব্রিনস্ক অঞ্চলে মিসাইল হামলা চালায় ইউক্রেন। এই দুই অঞ্চলে ইউক্রেনীয় মিসাইল হামলায় ৮ রুশ নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। মূলত, ইউক্রেনের হামলার জবাবে কিয়েভের উপকণ্ঠে ওই মিসাইল কারখানায় হামলা করেছে রাশিয়া।

Link copied!