ইউক্রেনের রাজধানীতে নতুন করে রুশ বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০৫:০১ এএম

ইউক্রেনের রাজধানীতে নতুন করে রুশ বাহিনীর হামলা

রাশিয়ার  সেনাবাহিনী নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভের  বিভিন্ন স্থানে নতুন করে হামলা জোরদার করেছে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে কিয়েভের বেশ কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালানো হয়।

এর আগে, রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনের  যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালায় রাশিয়া।

শনিবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো গণমাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

ইউক্রেনের রাজধানীতে যারা নতুন করে ফেরার চেষ্টা করছেন তাদের না ফেরার আহ্বান জানিয়ে মেয়র বলেছেন, ‘আবারও আমি সবার কাছে আবেদন করছি: দয়া করে বিমান হামলার সতর্কতা উপেক্ষা করবেন না। কিয়েভের যেসব বাসিন্দা আগে চলে গেছেন এবং ইতোমধ্যে রাজধানীতে ফিরছেন, আমি আপনাদেরকে এ থেকে বিরত থাকতে এবং নিরাপদ স্থানে থাকতে বলছি।”

এদিকে, কৃষ্ণসাগর রুশ নৌ বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার প্রেক্ষাপটে রাশিয়ান সেনাবাহিনী নতুন করে কিয়েভে হামলা শুরু করেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেনের সেনাদের একটি অংশ দাবি করেছিল, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মস্কভা ডুবে গেছে। তবে মস্কো ওই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, জাহাজটিতে আগুন ধরে গেলে তা ডুবে যায়।

Link copied!