ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ০৫:০৪ পিএম

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, কারাগারে পৃথক দুটি গ্যাংয়ের সদস্যদের বন্দি রাখা হয়েছিল। একই কারাগার হলেও গ্যাং দুটির সদস্যদের আলাদা উইংয়ে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার একটি গ্যাংয়ের বন্দিরা গর্তের মাধ্যমে অন্য উইংয়ে গিয়ে তাদের ওপর হামলা চালায়। আকস্মিক এই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

ইকুয়েডর পুলিশের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শনের সময় বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এক টুইট বার্তায় কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো।

এর আগে গত সেপ্টেম্বরে একই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়। 

 

Link copied!