ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩১, ২০২২, ০৬:৫০ পিএম

ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের ধাক্কায় এক নারী সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। নিহত সংবাদকর্মীর নাম সাদাফ নাঈম। তিনি চ্যানেল ফাইভে কাজ করতেন।

এ ঘটনার পর লং মার্চ স্থগিতের ঘোষণা করেছেন ইমরান খান। এর আগে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক টুইটে ইমরান খান বলেন, “আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নায়ীমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”

কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

Link copied!