পাকিস্তান

ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর পিটিআই’র দলত্যাগী নেতারা!

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১, ২০২৩, ০৯:৩২ পিএম

ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর পিটিআই’র দলত্যাগী নেতারা!

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও টালমাটাল অবস্থায় পড়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলে ভাঙনের সুর বেজে উঠেছে। তাঁর নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পদত্যাগী নেতারা ইমরানকেই সরিয়ে দিতে তৎপর হয়ে উঠছেন। তাঁকে শুধু দলপ্রধানের পদ থেকেই নয়, রাজনীতি থেকেও সরিয়ে দিতে তৎপর হয়েছেন দলত্যাগী পিটিআই নেতারা। 

ইমরান খানকে কক্ষচ্যূত করার কাজে নেতৃত্ব দিচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গণমাধ্যম বলছে, পদত্যাগী নেতাদের নিয়েই পিটিআই’র নেতৃত্ব পুনর্গঠন করতে চান ফাওয়াদ চৌধুরী।  দ্য ডনসহ পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এই তথ্য।  

এরইমধ্যে জেলবন্দী পিটিআই’র ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশির সাথে সাক্ষাৎও করেছেন ফাওয়াদ চৌধুরী। বর্তমানে আদিয়ালা জেলে কারাবন্দী আছেন ইমরানের পরই পিটিআই এর সবচেয়ে সিনিয়র এই নেতা। এদিকে কোরেশির সাথে আলোচনা শেষে বাইরে উপস্থিত সাংবাদিকদের ফাওয়াদ চৌধুরী একটি ব্রিফিং করেন। ফাওয়াদ জানান, দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিতে তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। পাকিস্তানে বর্তমানে একটি গুজব চলছে, যেসব রাজনীতিক পিটিআই ছেড়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। যেই দলে ইমরান বাদে অন্যরা থাকবেন।  

প্রসঙ্গত, ৯ মে ইমরানকে গ্রেপ্তার ও এর পরবর্তী সহিংসতার জন্য ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এর জেরে পদত্যাগ করেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভীর মতো সিনিয়র নেতারা।  

দ্য ডন

Link copied!