ইমরান খানের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২২, ০৭:৫৭ পিএম

ইমরান খানের ওপর হামলার ঘটনায় অবশেষে মামলা দায়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা অবশেষে নথিভুক্ত করেছে দেশটির পাঞ্জাব প্রদেশের পুলিশ। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, প্রাদেশিক পুলিশ অবশেষে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা নথিভুক্ত করেছে। আটক সন্দেহভাজন নাভিদকে মামলায় প্রধান আসামি করা হয়।

গতকাল সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাদেশিক সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার পর পাঞ্জাব পুলিশ মামলাটি দায়ের করল।

তবে মামলার কোথাও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের নাম উল্লেখ করা হয়নি, যদিও এঁদের বিরুদ্ধে ইমরান খান হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ এলাকায় লংমার্চের জনসভায় বন্দুক হামলার হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এতে পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। হামলায় একজন নিহতসহ অন্তত আরও ১৪ জন আহত হন।

Link copied!