ইমরান খানের ওপর হামলার ঘটনায় যা বলল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৪, ২০২২, ০৯:৪৯ পিএম

ইমরান খানের ওপর হামলার ঘটনায় যা বলল সেনাবাহিনী

সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের ওপর হামলা ও হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায়। একইসঙ্গে ইমরান খানসহ হামলায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের ওপর হামলা ও হত্যা প্রচেষ্টার নিন্দা করেছে বলে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে। ফেডারেল রাজধানী অভিমুখে দলের লংমার্চের ৭ম দিনে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। হামলার পর বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইমরান এখন শঙ্কামুক্ত।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ইমরান খানের ওপর হামলার ঘটনার নিন্দা জানান। শেহবাজ তার অফিসিয়াল টুইটারে খেলেন, ‘আমি ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনার বিষয়ে অবিলম্বে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ’

তিনি জানান, পিটিআই চেয়ারম্যান ও অন্য আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

Link copied!