ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২২, ০৫:২০ পিএম

ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হবে। আজ মঙ্গলবার এ শুনানি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ জারির সিদ্ধান্ত নেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের রেজিস্ট্রার বিষয়টি উত্থাপন করলে অন্য বিচারকদের সঙ্গে আলোচনার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে ইমরান খান এ হুমকি দেন বলে পরদিন করা মামলায় অভিযোগ করা হয়। তাঁকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের লিখিত অনুমোদন চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ মামলায় সোমবার তিন দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি।

ইসলামাবাদের ওই সমাবেশে উপস্থিত ছিলেন দাবি করে ম্যাজিস্ট্রেট আলি জাভেদ হুমকির অভিযোগটি আনেন। তাঁর অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানা-পুলিশ রবিবার রাত ১০টায় এ এজাহার করে।

সমাবেশে ইমরান খান বলেন, ‘আমরা আইজি ও ডিআইজিকে ছাড়ব না।’ শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী। তাঁকে হুমকি দিয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, তাঁরও (জেবা চৌধুরী) প্রস্তুত থাকা উচিত। কারণ, তাঁর বিরুদ্ধেও মামলা করা হবে।

Link copied!