ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২১, ১০:০২ এএম

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে আগুন লাগার ঘটনায়  আহত হয়েছেন আরও ৬৭ জন। তাদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বেশ কয়েকটি ইউনিট চেষ্টা চালিয়ে গভীর রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন।  

আগুন লাগার কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।তবে হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণে এই আগুন হাসপাতালের করোনা ইউনিটে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আলজাজিরার খবরে বলা হয়, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে বেশ কয়েকজনের দগ্ধ দেহ বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন ধারণা করা হচ্ছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হায়দার আল জামিলির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র (অ্যাসোসিয়েটেড প্রেস) খবরে বলা হয়, হাসপাতালের করোনা ইউনিটের ভেতরে অনেক করোনা রোগী আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগা ওই হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা ছিল।

দেশটির হাসপাতালগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবশেষ গত এপ্রিলে রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন এবং ওই ঘটনায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি পদত্যাগ করেন।   

 

Link copied!