ইরানে আবারও সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০৮:৪৯ এএম

ইরানে আবারও সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে চলা বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনী ফের গুলি চালিয়েছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর মাহাবাদে এ ঘটনা ঘটে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো এ তথ্য জানায়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধি তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। এই পুলিশের একটি দল গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাহসা আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির।

এ ঘটনার পর থেকে ইরানজুড়ে ব্যাপক নিন্দার ঝড় শুরু হয়। দফায় দফায় বিক্ষোভ শুরু হয় দেশটির ৫০টির বেশি শহরে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, মাহসার মৃত্যুর কারণে দাঙ্গা ছড়িয়ে পড়ায় দেশে সন্ত্রাসীর পথ তৈরি হয়েছে।

Link copied!