ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২১, ০৫:৩৫ এএম

ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

ইরানে দক্ষিণাঞ্চলে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৪ নভেম্বর) বন্দর আব্বাসের কাছে ভূমিকম্প দুইটি আঘাত হানে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় ঐ এলাকার বাসিন্দারা ঘরবাড়ি রাস্তায় বেরিয়ে আসেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস বন্দর নগরীর কাছাকাছি কেশম দ্বীপের নিকটবর্তী এলাকায় এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে। এতে বিদ্যুতের খুঁটি পড়ে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, দুবাই উপসাগরজুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ত্রিসভাকে তাৎক্ষণিক বৈঠক করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে বপরিস্থিতি মূল্যায়ন করতে হরমোজগান প্রদেশে যাওয়ার নির্দেশও দিয়েছেন।

ইরানের জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তারা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, এখন পর্যন্ত আর কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Link copied!