ইসরায়েলি জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২১, ০৮:৫৩ এএম

ইসরায়েলি জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

আরব সাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি তেলবাহী জাহাজে হামলায় ২ নাবিক নিহত হওয়ার ঘটনার দায় অস্বীকার করেছে ইরান। স্থানীয় সময় রবিবার (১ আগস্ট) ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়।

হামলার ঘটনায় এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়ীদ খতিবজাদেহ বলেন, ওই জায়নিস্ট সরকার (ইসরায়েল) নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতা তৈরি করছে। ইরানের জড়িত থাকার এসব অভিযোগের নিন্দা জানায় তেহরান।’প্রকৃত ঘটনা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল এসব ভিত্তিহীন অভিযোগ করছে বলেও তিনি মন্তব্য করেন।

হামলার দায় অস্বীকার করায় তাদেরকে কাপুরুষ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) আরব সাগরের ওমান উপকূলে ইসরায়েলের এক ব্যবসায়ীর ওই তেলবাহী জাহাজে হামলার ঘটনায় দুই নাবিক নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ ও অন্যজন রোমানিয়ার নাগরিক।ইসরায়েলের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ব্রিটেনভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ইসরায়েলের ধনকুবের আইয়াল অফের হচ্ছেন ওই কোম্পানির মূল মালিক।

ইসরায়েলি জাহাজে হামলার ঘটনার পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে। লাপিদ আরও বলেন, ‘ইরান শুধু ইসরায়েলের জন্যই সমস্যা নয়, তাদের কর্মকাণ্ডে বিশ্বকে অবশ্যই চুপ থাকা উচিত নয়।’

আরব সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ও নিহতের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।

Link copied!