জানুয়ারি ১৬, ২০২২, ০৬:৪৮ পিএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের এক সিনাগগে (ইহুদি উপাসনাল) বেশ কয়েকজনকে জিম্মি করা ঘটনার অবসান হয়েছে। স্থানীয় সময়, শনিবার ৪ ব্যক্তিকে জিম্মি করে রাখা সেই বন্দুকধারী নিহত হয়েছেন। জিম্মি হওয়া প্রত্যেক ব্যক্তি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে।
টেক্সাস পুলিশ জানিয়েছে, জিম্মিদের উদ্ধার অভিযানে বন্দুকধারী নিহত হয়েছে। কিন্তু তার মৃত্যু কীভাবে হলো তা নিশ্চিত করেনি পুলিশ।
বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে প্রার্থনার সময় ঘটনার সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের মিডিয়ার খবর অনুযায়ী, সিনাগগের যাজকসহ চার ব্যক্তিকে প্রথমে জিম্মি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, জিম্মিকারী ব্যক্তি সশস্ত্র বলে জানানো হয়েছে। তবে তা নিশ্চিত করা যায়নি।
জিম্মি করার ৬ ঘণ্টা পর একজনকে ছেড়েও দেয় বন্দুকধারী। পরে এফবিআইয়ের জিম্মি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বাকি ৩ জনকে উদ্ধার করে। এ সময় জিম্মিকারী নিহত হন। অভিযানের সময় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনা গেছে বলে জানা গেছে।
জিম্মিকারী যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানি নিউরো বিজ্ঞানী আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেয়ার দাবি জানায়। যার মুক্তির জন্যই জিম্মিকারী এই কাণ্ড ঘটিয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়।
প্রসঙ্গত, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত আফিয়া সিদ্দিকি । এ ঘটনায় ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আফিয়াকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়। সে সময় ঘটনাটি পাকিস্তানে তুমুল আলোচনা ও আফিয়ার মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন হয়।
বর্তমানে টেক্সাসের কারাগারে আফিয়া সিদ্দিকি তার বন্দিজীবন কাটাচ্ছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে জানা যায়।