সৌদিকে আর সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২১, ১১:৪৩ পিএম

সৌদিকে আর সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম আনুষ্ঠানিক সফরে কূটনৈতিকদের উদ্দেশে বলেন, ‘অবশ্যই যুদ্ধের অবসান হতে হবে।তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ একটি মানবিক কৌশলগত বিপর্যয় সৃষ্টি করেছে।

এরপর বাইডেন ঘোষণা করেন, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে চালানো সামরিক আক্রমণকে যুক্তরাষ্ট্র আর সমর্থন করবে না। মার্কিন নতুন প্রশাসন ইয়েমেনের গৃহযুদ্ধ অবসানের জন্য আরও সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে বলেও ইঙ্গিত দেন তিনি।

 

ইয়েমেন নিয়ে এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় দেয়া আরেকটি প্রতিশ্রুতি পূরণ করলেন বাইডেন। সেইসাথে এর আগে যুক্তরাষ্ট্র এই মানবিক সংকট বৃদ্ধিতে যে ভূমিকা রেখেছিল সেখানেও আলোকপাত করলেন তিনি। এই নীতি পরিবর্তনকে মিত্র সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের তিরস্কার হিসেবেই দেখা েছ।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির সরকার বাইডেনের বক্তব্যকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে সৌদি আরবে প্রতিরক্ষা হুমকি মোকাবিলায় তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে দেশটি।

তথ্যসূত্র: বিবিসি/ আল-জাজিরা

 

 

 

 

Link copied!