উত্তরাখণ্ডে 'বিপজ্জনক' নতুন হ্রদের সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৯:৫৮ পিএম

উত্তরাখণ্ডে 'বিপজ্জনক' নতুন হ্রদের সন্ধান

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ফলে ঋষিগঙ্গা নদীর গতিপথে বিপদজনক একটি হ্রদ তৈরি হয়েছে, স্যাটালাইট চিত্র থেকে এ তথ্য জানা যায়। হ্রদে পানির চাপ বাড়লে যে কোনও সময় প্রাচীর ভেঙে আরেকটি বিধ্বংসী বন্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। 

নতুন হ্রদের কথা জানাজানি হতেই স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পরেছেন। তবে যাতে বড় বিপদ না ঘটে সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে ভারতের ন্যাশনাল ডিজাজটার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

এনডিআরএফ এর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান বলেন, ‘এ বিষয়টিকে একেবারেই অবহেলা করা হবে না। পরিস্থিতি যাচাই করার জন্য ইতোমধ্যে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে, আলোচনা শুরু হয়েছে। হেলিকপ্টারে ক’রে পুরো এলাকা ঘুরে দেখা হচ্ছে। এমনকি ড্রোন ও স্টেকহোল্ডার এজেন্সি গোটা পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে।’

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!