উত্তেজনার মধ্যেই জি২০ সম্মেলনে অংশ নিতে বালিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০৪:৩১ এএম

উত্তেজনার মধ্যেই  জি২০ সম্মেলনে অংশ নিতে বালিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত জি-২০ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালি পৌঁছেছেন  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর চরম উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

রুশ সংবাদ সংস্থা তাস’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, “সম্মেলনের ফাঁকে অন্যান্য জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের লাভরভের পরিকল্পনা রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে লাভরভ দেখা করবেন না। 

রয়টার্স জানায়, শুক্রবার অনুষ্ঠেয় সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সম্মেলন স্থল বালির নুসা দুয়া এলাকায় জড়ো হতে শুরু করেছেন। সেজন্য বৃহস্পতিবার রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

দুদিনের ওই বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। 

Link copied!