স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে চায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াড। বাংলাদেশ সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
কোয়াড অন্তর্ভুক্ত চারটি দেশ অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের সরকার প্রধানরা এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ করলেন। জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘন্টাব্যাপি এই বৈঠকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব বাড়তে না দেওয়ার বিষয়ে একমত হয়ে নিজেদের মধ্যকার সম্পর্ক দৃঢ়করণের প্রতি জোর দিয়েছেন।
এছাড়াও বৈঠকে চার নেতা কোভিড-১৯ ভ্যাকসিন সহায়তা, ক্লিন এনার্জি এবং মহাকাশ বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। এছাড়াও জলবায়ু পরিবর্তন, এশিয়ার পরিস্থিতি ও সন্ত্রাসবাদের মতো বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আলোচনার শুরুতে কোয়াডের সদস্যদেশগুলোর শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান-প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য ফেলোশিপ প্রোগামের ঘোষণা দেন।
বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন নরেন্দ্র মোদি। মুক্ত এশিয়া গড়ে তোলাও কোয়াডের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চার দেশীয় জোট বৈশ্বিক মঙ্গলের শক্তি হিসেবে কাজ করবে। আজ, যখন বিশ্ব কোভিড মহামারির বিরুদ্ধে লড়াই করছে, কোয়াডের অধীনে আমরা আবার মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে দখলদারত্ব থেকে মুক্ত রাখা এবং আন্তর্জাতিক আইন অনুসারে সমস্যার সমাধানের পক্ষে মত দেন। স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। মৌলিক অধিকারে বিশ্বাসী চারটি দেশের পক্ষ থেকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’ হিসেবে কোয়াডকে অভিহিত করেন তিনি।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরের জন্য ঐক্যবদ্ধ ও ইতিবাচক কর্মসূচির লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ কোয়াড নেতৃবৃন্দ। এবং জোট এই লক্ষ্যে চমৎকার অগ্রগতি করছে বলেও উল্লেখ করেন তিনি।